কোলা-কোলার উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের তারকা ও বিশেষ ব্যক্তিরা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, সেই তালিকায় যুক্ত হলেন ক্যারিবিয়ান বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
ক্রিকেট খেলার সূত্র ধরে বাংলাদেশে অনেক বারই এসেছেন আন্দ্রে রাসেল, বাংলাদেশ তার কতটা প্রিয় জায়গা সেটা বিপিএলে এসেই প্রমাণ করেছিলেন। অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ-ব্যাশের বদলে বেছে নিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে, কারণ বাংলাদেশে ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে মুগ্ধ করে।
তাই তো বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর আয়োজনে অংশ হতে পারার সুযোগটি হাতছাড়া করেননি আন্দ্রে রাসেল, কোলা কোলার বাংলাদেশের আয়োজনে ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন তিনি। #Happy50Bangladesh #CocaCola হ্যাশট্যাাগ দিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন রাসেল, যেটা কোলা কোলার পাশাপাশা তিনি নিজেও ফেসবুকে শেয়ারও করেছেন।
ভিডিও বার্তায় আন্দ্রে রাসেল বলেন, “বাংলাদেশে আমি অনেকবার গিয়েছি। আমি সেখানের খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা ভালো লাগে। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমি কোকা-কোলার কাছ থেকে একটি চিঠি পেয়েছি, আমি নিজেও এটির অংশ হতে চাই। তাই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থেকো বাংলাদেশ।”
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ আন্দ্রে রাসেল, বেশ কয়েকটা দলের হয়ে খেলার পাশাপাশি অধিনায়ক হিসেবে রাজশাহী রয়্যালসের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও দেখিয়েছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।