সোমবার স্টিভ স্মিথ জানিয়েছিলেন যদি আবারও অধিনায়কত্বের সুযোগ আসে, তবে তা নিতে অবশ্যই আগ্রহী হবেন তিনি। তবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের সে আশায় পানি ঢেলে দিয়েছেন দেশটির প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।
অজি প্রধান কোচের মতে অস্ট্রেলিয়ার ক্রিকেট ভাল হাতে রয়েছে এবং এ মূহুর্তে অধিনায়ক পরিবর্তনের কোনও সুযোগ নেই। সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেছেন,
“আমাদের খুব ভাল দুজন অধিনায়ক রয়েছে এবং সামনে দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আসছে – একটি অ্যাশেজ এবং একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের ভবিষ্যত ভাল দেখাচ্ছে।”
“মিডিয়াতে অহেতুক কথাবার্তা হলেও আদতে অধিনায়কের কোন আসন্ন ফাঁকা নেই।” তিনি আরও যোগ করেছেন।
২০১৮ সালের মার্চ মাসে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে বল টেম্পারিং কেলেংকারীতে জড়িয়ে ক্যামেরন ব্যানক্রফট এবং ডেভিড ওয়ার্নারের সাথে ১ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ। পাশাপাশি দুই বছরের জন্য তার অধিনায়কত্বের উপরও নিষেধাজ্ঞা জারি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
অধিনায়কত্ব হারানোর তিন বছর পর সোমবার নিউজ কর্পোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ স্মিথ বলেছিলেন
“আমি অবশ্যই এটি নিয়ে ভাবার অনেক সময় পেয়েছি এবং আমার ধারণা এখনই আমি এমন একটি যথাযথ কারণ পেয়েছি, যদি আবারও সেই সুযোগ সামনে আসে, তাহলে আমি অবশ্যই আগ্রহী হবো।”
“যদি ক্রিকেট অস্ট্রেলিয়া এমন চায় এবং এটি যদি দলের পক্ষে সবচেয়ে ভাল সিদ্ধান্ত হয়, তবে অবশ্যই এর জন্য আমি এখন আগ্রহী এবং সেটি বেশ নিশ্চিতভাবেই।” তিনি আরও যোগ করেন।