ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ৩য় ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। ভারতের দেয়া ৩৩০ রানের লক্ষ্য প্রায় টপকেই গিয়েছিল ইংল্যান্ড। শেষ দুই ওভারে ১৯ রান দরকার থাকলেও নিতে পারেনি ইংল্যান্ড।
খেলা আরও আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি অলরাউন্ডার স্যাম কারানের কল্যাণে। ৮ নাম্বারে নেমে খেলেছেন ৮৩ বলে ৯৫ রানের ইনিংস। কিন্তু এই অতিমানবীয় ইনিংসই কাজে আসেনি কারানের। তট অর্ডারদের ব্যর্থতা আর যোগ্য সঙ্গ না পাওয়াই ইংল্যান্ড হেরেছে ৭ রানে।
তবে ইংল্যান্ডকে ব্যাট হাতে জেতাতে না পারলেও ব্যক্তিগতভাবে লোয়ার অর্ডারে (৮-১১) ব্যাট করে রান তাড়া করার ক্ষেত্রে সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস খেলার নজির স্পর্শ করেন তিনি। এমনকি এই পজিশনে নেমে ওয়ানডে ক্রিকেটে সবমিলিয়ে মাত্র ৯৫ বা তার বেশি রানের ইনিংস আছে মাত্র একটি।
একনজরে দেখে নিন সেই পরিসংখ্যানঃ
২০১৬- ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ভেন্যুঃ নটিংহ্যাম, ক্রিস ওকস, অপরাজিত ৯৫ রান।
২০২১- সাল, ভেন্যুঃ পুণে,ভারত বনাম ইংল্যান্ড, স্যাম কারান, অপরাজিত ৯৫ রান।
২০১২- সাল, ভেন্যুঃ গ্রস আইলেট, অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, ড্যারেন স্যামি, ৮৪ রান।
২০০২- সাল, ভেন্যুঃ জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, ল্যান্স ক্লুজনার,৮৩ রান।
২০০৫- সাল, ভেন্যুঃ ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ড্যানিয়েল ভেট্টোরি, ৮৩ রান।