বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম পর্ব শেষে ইংলিশ কোচ জেমি ডে যে তিনজন ফুটবলারের নাম বার বার উচ্চারণ করেছেন তাদের মধ্যে চিটাগাং আবাহনীর উইঙ্গার রাকিব হোসেন অন্যতম। নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে জেমি ডের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বরিশালের এই ছেলে।
আগামীকাল নেপালের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আজ ছিল দেশের মাটিতে বাংলাদেশের শেষ অনুশীলন। অনুশীলনে দলেত সকল সদস্য থাকলেও ছিলেন না শুধু রাকিব হোসেন। কিন্তু কি কারণে রাকিব নেই তা সকালে জানা না গেলেও বিকেলে জানা যায় রাকিব করোনায় আক্রান্ত। রাকিবের করোনায় আক্রান্ত ব্যাপার নিয়ে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন,
“রাকিব করোনায় আক্রান্ত। কাল সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হলে তাঁর করোনা শনাক্ত হয়। তবে তাঁর মধ্যে কোন লক্ষণ নেই। তাই আজ আবার করোনা পরীক্ষা করানো হয়েছে তাঁর। রাতে ফলাফল জানা যাবে।”
তবে শেষ পর্যন্ত যদি রাকিন নেপালে না যায় তবে বাংলাদেশের জন্য অবশ্যই এটা ক্ষতির সম্মুখীন হবে।