বড় রানের লক্ষ্যে খেলতে নেমে যেমন একটা শুরুর প্রয়োজন ছিল সেটা করতে পারেনি সফরকারী বাংলাদেশ। ৬.১ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৪৫ রান যোগ করে সাজঘরে ফিরেছেন ৪ টপ অর্ডার ব্যাটসম্যান।
দলীয় ২০ আর ব্যক্তিগত ৪ রানে সাউদির বলে সোধির ক্যাচ হয়ে ফেরেন নিউজিল্যান্ডে সুপার ফ্লপ লিটন কুমার দাস। তবে অন্যপ্রান্তে দুর্দান্ত খেলছিলেন নাঈম শেখ। কিন্তু লকি ফার্গুসনের আউট সুইং মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ওপেনার। ৫ চারে খেলেছেন ১৮ বলে ২৭ রান।
অন্যদিকে রান খরা চলছেই সৌম্যর ব্যাটে। শোধির বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য (৫)। রিপোর্ট লিখতে লিখতে ফিরেছেন একই ওভারে বোল্ড হয়ে গেছেন মিথুনও (৪)।
সেই পুরোনো কবিতা নতুন করেই লেখা হচ্ছে হ্যামিল্টনে। বাজে বোলিং, জঘন্ন-ফিল্ডিং আর নিউজিল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং। আর বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় তাসের ঘরের মত ভেঙে পড়া।
পুরো সিরিজ জুড়েই জারি থাকলো চেনা এই চিত্র। বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছে পেসার শরিফুল আর মুস্তাফিজ। এই দুজনেই খরচ করেছেন ৯৮ রান। ২০ ওভারে তাই নিউজিল্যান্ডের সংগ্রহ ২১০। সাইফুদ্দিনও দিয়েছেন ৪৩ রান।