করোনা পজিটিভ হয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার, সম্প্রতি শেষ হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শেষে নিজের করোনা পরিক্ষা করান শচিন, যেখানে তার রেজাল্ট পজিটিজ এসেছে।
করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিজেই এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন শচিন টেন্ডুলকার, তিনি জানিয়েছেন তার মৃদু উপসর্গ আছে এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
টুইট বার্তায় শচিন বলেন, "আজ সকালে আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে, তবে পরিবারের সবাই নেগেটিভই আছে। এখন আমি নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে আছি, আর ডাক্তারদের দেওয়া সব নির্দেশনা আর নিয়মও মেনে চলছি।"
https://twitter.com/sachin_rt/status/1375670454162239493?s=20
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.