বাংলাদেশ ইমার্জিং দল খেলছে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে। অথচ এই সিরিজে নেই বাংলাদেশ হাই পারফর্ম্যান্স হেড কোচ টবি রেডফোর্ড। তার পরিবর্তে এই সিরিজে দায়িত্ব পালন করছেন চম্পকা রামানায়েকে। আগেই জানা গিয়েছিল স্বাস্থ্যগত কারণে এই সিরিজে থাকছেন না এইচপির হেড কোচ। অবশেষে জানা গেল মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত টবি।
স্কিন ক্যান্সারের কারণেই ইংল্যান্ডের ডাক্তাররা বিদেশ ভ্রমণের অনুমতি দেননি টবি রেডফোর্ডকে। বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কাউসার গণমাধ্যমকে জানান, প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে এরই মধ্যে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন তিনি।
আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা শেষে খুব শীঘ্রই তিনি দলের সাথে যোগ দিবেন বলে জানা গেছে। ২০২০ এইচপি দলের লঙ্কা সফরকে সামনে রেখে এই ইংলিশ ম্যানকে নিয়োগ দিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু কোয়ারেন্টাইন জটিলতায় ভেস্তে যায় সিরিজটি। ফলে বাংলাদেশ দলের সাথে আর কাজ করা হয়নি টবির।
বাংলাদেশ দলের সাথে কাজ করার সুযোগ না হলেও ১০০ দিনের চুক্তির অংশ হিসেবে তিনি কাজ করেছেন বিসিবি প্রেসিডেন্টস কাপে। এর পরেই ছুটিতে দেশে ফিরেছিলেন তিনি। সেখানেই শনাক্ত হয়েছে তার স্কিন ক্যান্সার। ফলে আর আসা হয়নি বাংলাদেশে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.