পাকিস্তানের ক্রিকেটে এক বিচিত্র চরিত্রের নাম শহিদ আফ্রিদি, দুর্দান্ত পারফর্মেন্সের পাশাপাশি ডাক মারা ও বিভিন্ন কর্মকান্ড দিয়ে প্রতিনিয়তই ট্রলের শিকার হন এই অলরাউন্ডার। তার মধ্যে অন্যতম হলো বয়স, জন্মদিন আসতেই সেটা আবারও সামনে এসেছে।
আলোচনাটা শুরু হয়েছে শহিদ আফ্রিদির একটা টুইটকে কেন্দ্র করেই। ১ লা মার্চ পাকিস্তানি এই অলরাউন্ডারের জন্মদিন, স্বাভাবিক ভাবেই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা বার্তা পাচ্ছেন ক্রিকেট বিশ্বের জনপ্রিয় এই তারকা ক্রিকেটার। আফ্রিদি নিজেও শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছেন।
সেই কৃতজ্ঞতা জানাতে গিয়েই তৈরি করেছেন আলোচনার বিষয়বস্তু, টুইটে তিনি ৪৪ তম জন্মদিনের কথা উল্লেখ করতেই হাস্যরসে জড়িয়েছেন সবাই। কারণ আফ্রিদি নিজের বয়স ৪৪ উল্লেখ করলেও ক্রিকইনফোতে তার অফিসিয়াল বয়স লিখা আছে ৪১, তার আত্মজীবনীতে দেওয়া বয়স ৪৬।
তিনি টুইটে লিখেন, "জন্মদিনে সমস্ত শুভেচ্ছার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজ ৪৪! আমার পরিবার আর সমর্থকরাই আমার বড় সম্পদ। সত্যিই মুলতানের সাথে আমার বক্তব্য উপভোগ করছি এবং সমস্ত এমএস ভক্তদের জন্য ম্যাচজয়ী পারফরম্যান্স দেওয়া ব্যাপারে আশাবাদী।"
https://twitter.com/SAfridiOfficial/status/1366101682808119296?s=20
দানিয়াল রাসুল নামে একজন রি-টুইট করে লিখেন, শহীদ আফ্রিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা জানি @ESPNcricinfo এর হিসাবে তার বয়স ৪১, তার আত্মজীবনীতে তিনি বয়স ৪৬ বলেছেন, এবং এখন আমাদের জানালেন তার বয়স ৪৪!
https://twitter.com/Danny61000/status/1366102429859799041?s=20
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.