চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পিএসজিতে ডি মারিয়ার থাকা নিয়ে শঙ্কা ছিল। ইঞ্জুরির কারণে চলতি মৌসুমের অধিকাংশ ম্যাচ মিস করায় পিএসজি ছাড়ার প্রচুর সম্ভাবনাও ছিল আর্জেন্টাইন তারকা মিডফিল্ডারের। ইউরোপের গনমাধ্যমগুলো খবর বেরিয়েছিল সামনের মৌসুমে আর্জেন্টিনায় ফিরতে পারেন ৩৩ বছর বয়সী ডি মারিয়া।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফরাসি ক্লাবটির সাথে চুক্তি নবায়ন করলেন আর্জেন্টাইন তারকা এই মিডফিল্ডার। ফরাসি ক্লাবটিতে আরও একবছর থাকছেন ডি মারিয়া। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে ডি মারিয়ার সঙ্গে নতুন চুক্তির খবর দেয় পিএসজি। সে অনুযায়ী, ২০২২ সালের জুন পর্যন্ত এখানে থাকবেন তিনি। রাখা হয়েছে এক বছর বাড়ানোর শর্তও।
২০১৫ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পিএসজিত পাড়ি জমান ডি মারিয়া। তার পর থেকে ফরাসি ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। গেল বছর ইউরোপ শ্রেষ্ঠত্বের ফাইনাল উঠার পথে পিএসজির হয়ে দারুণ ভূমিকা রাখেন ডি মারিয়াও। দলটির হয়ে মোট ২৪৮ ম্যাচ খেলে ৮৭টি গোল করেছেন ডি মারিয়া, ক্লাবের ইতিহাসে যা অষ্টম সর্বোচ্চ। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯৯টি গোল, ক্লাবের সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় আছেন দুইয়ে। ১০৩টি নিয়ে তার ওপরে কেবল বসনিয়ার সাবেক মিডফিল্ডার সাফেত সুসিচ।
গত পাঁচ বছরে পিএসজির হয়ে চারটি করে লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপসহ মোট ১৬টি শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.