পিকের শেষ মুহুর্তের গোলে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন!
নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২১, রাত ১:৫১ সময়
ছবিঃ সংগৃহীত।
ছখেলার অন্তিম মুহূর্তে হেড থেকে গোল করে বার্সেলোনার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখেন জেরার্ড পিকে। আর যোগ করা সময়ে হেড থেকে মার্টিন ব্রাথওয়েট গোল করে কাতালানদের ফাইনাল নিশ্চিত করেন।
রাতে ক্যাম্প ন্যু তে শ্বাসরুদ্ধকর সেমিফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথম লেগে সেভিয়া ২-০ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে বিজয়ী প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল স্বাগতিক বার্সেলোনার। শুরু থেকেই সেভিয়ার ডিফেন্সে চড়াও হয় রোনাল্ড কোম্যানের দল। ফল পেতে সময় লাগে মাত্র ১২ মিনিট। ডি বক্সের বাইরে থেকে আরেকটু সরে গিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। প্রথমার্ধ শেষ হয় বার্সেলোনার এক শূন্য গোলে এগিয়ে।
গোল খেয়ে বিরতি থেকে ফিরে আরও রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে সেভিয়া। বার্সেলোনার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেয় সফরকারীরা। ৬৭তম মিনিটে দেম্বেলের ক্রসে জর্দি আলবার দারুণ ভলি ক্রসবারে লাগে।
৪ মিনিট পর পাল্টা আক্রমণে পেনাল্টি পায় সেভিয়া। বার্সেলোনার ডি-বক্সে ঢুকে পড়া লুকাস ওকাম্পোসকে ডিফেন্ডার অস্কার মিনগেসা ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। তবে ওকাম্পোসের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ২০১৬ সালের পর ন্যু ক্যাম্পে পেনাল্টি ঠেকান জার্মান এই গোলরক্ষক।
গোল করার সুযোগ কাজে লাগাতে না পারলেও ঘরের মাঠে ২-০ গোলে জয়ের কল্যাণে ফাইনালের পথে এগিয়ে যাচ্ছিলো সেভিয়া। তবে সফরকারীদের স্বপ্নে জল ঢেলে দেন জেরার্ড পিকে। ম্যাচের ঠিক অন্তিম মুহুর্তে গ্রীজম্যানের পাস থেকে গোল করে কাতালানদের ম্যাচে ফিরান বার্সা ডিফেন্ডার। আর অতিরিক্ত সময়ে জর্দি আলবার পাস থেকে গোল করে স্বাগতিকদের ফাইনাল নিশ্চিত করেন মার্টিন ব্রাথওয়েট।
স্প্যানিশ কোপা দেল রে'র ফাইনালে প্রতিযোগিতার সবচেয়ে সফলতম দল বার্সার প্রতিপক্ষ হবে লেভান্তে বনাম অ্যাথলেটিকো বিলবাওয়ের মধ্যে বিজয়ী দল।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.