উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগে সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে মাঠে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান পোষ্টারবয় নেইমারকে! ২০১৭ সালে স্প্যানিশ দলটি ত্যাগ করার পর এইবারই প্রথমবারের মতো মেসির মুখোমুখি হওয়ার কথা আছে ব্রাজিলিয়ান তারকার। প্রথম লেগে ন্যু ক্যাম্পে গিয়ে ৪-১ গোলের বড় জয়ের পর ঘরের মাঠে এবার কাতালানদের জয় ঠেকিয়ে দিতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে ফরাসিদের।
মাংসপেশির চোটের কারণে প্রথম লেগে খেলতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। ফরাসি লিগ ওয়ানেও নিস, মোনাকো, দিজো ও বোর্দোর বিপক্ষে ম্যাচ মিস করেছেন। যদিও নেইমারকে ছাড়া শুধু মোনাকোর বিপক্ষে হারতে হয়েছে মৌরিচিও পচেত্তিনোর দলকে। এছাড়া প্রতি ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে প্যারিসের ক্লাবটি।
প্রথম লেগ খেলতে না পারলেও দ্বিতীয় লেগের আগে ঠিকই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। আর আশা বাড়িয়েছেন পিএসজি সমর্থকদের, যে নেইমার এতকাল বার্সার জার্সি গায়ে পিএসজির স্বপ্ন ভেঙে দিতেন, এখন পক্ষ বদল করে ভেঙে দেবেন বার্সার স্বপ্ন।
ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের মতে, সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে দেখা যেতে পারে নেইমারকে। ন্যু ক্যাম্পে বড় জয়ে এগিয়ে থাকায় প্রথমার্ধে কোচ মৌরিচিও পচিত্তিনো দলের সেরা তারকাকে নামানোর ঝুঁকি না নিলেও দ্বিতীয়ার্ধে খেলতে পারেন ব্রাজিলিয়ান ফুটবলার। নেইমারও সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন। আর যদি তাই হয়, তাহলে বার্সা ছাড়ার পর বন্ধু মেসির বিপক্ষে প্রথমবার ক্লাব ফুটবলে মুখোমুখি হবেন নেইমার।
এদিকে আরও সুসংবাদ রয়েছে পিএসজির জন্য। ব্রেসটোয়িসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন চোটের কারণে বাইরে থাকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ঘরের মাঠে কাতালানদের বিপক্ষে দেখা যাবে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকেও।
কয়েক বছর আগেও এই নেইমারই ছিল পিএসজির স্বপ্নের প্রধান হন্তারক। প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ভালোভাবে জিতলেও দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে ৬-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছিল পিএসজি। জোড়া গোল ও অন্তিম মুহুর্তে সার্জিও রবার্তোর করা ম্যাচ উইনিং গোলে সহায়তা করে সেদিন বার্সার ঐতিহাসিক প্রত্যাবর্তনে নায়ক ছিলেন নেইমারই। তবে এবার হিসেব পুরো উল্টো। পিএসজির হয়েই এবার কাতালানদের স্বপ্ন ধূলিস্মাৎ করতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।
ইউরোপ শ্রেষ্ঠত্বের শেষ ষোলোর প্রথম লেগে ন্যু ক্যাম্পে নেইমারকে ছাড়াই বড় জয় নিয়ে বাড়ি ফিরেছিল পিএসজি। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাট্রিকে কাতালানদের ৪-১ গোলে উড়িয়ে দেয় পচিত্তিনোর শিষ্যরা। তাই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে পিএসজির মাঠে ফিরতি লেগে অন্তত ৪-০ গোলের জয় নিয়ে বাড় ফিরতি হবে রোনাল্ড কোম্যানের শিষ্যদের।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.