হরভজন নাকি অশ্বিন? সেরা স্পিনার বেছে নিলেন গৌতম গম্ভীর
নিউজ ডেস্ক
২ মার্চ ২০২১, দুপুর ১০:২১ সময়
ছবিঃ সংগৃহীত
হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিন-ভারতের দুই প্রজন্মের দুজন সেরা স্পিনার। তবে মাঝে মাঝে প্রশ্ন উঠেই যায়; কে সেরা, অশ্বিন নাকি হরভজন? অনিল কুম্বলেকে বাদ দিলে ভারতের সর্বকালের অন্যতম সেরা দুই স্পিনার হরভজন-অশ্বিন।
স্পিনারদের মধ্যে ২য় সর্বোচ্চ উইকেটের মালিক হরভজন। অন্যদিকে খুব বেশি পিছিয়ে নেই অশ্বিনও। তবে এদের দুজনার থেকে সেরা স্পিনার বেছে নিয়েছেন ২০১১ বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক গৌতম গম্ভীর।
গম্ভীর জানিয়েছেন, দুজনই সেরা স্পিনার। এদের দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নেয়া কঠিন। তার পরেও গম্ভীরের চোখে সেরা স্পিনার হরভজন সিং।
ইএসপিএন-ক্রিকইনফোকে গম্ভীর বলেন,
"দুই প্রজন্মের দুজনের মধ্যে তুলনা করা মুশকিল। তবে এই মুহূর্তে সবকিছু বিবেচনা করে আমি সেরা ফর্মের ভাজ্জিকেই (হরভজন সিং) বেছে নেব। অশ্বিন সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা অফ-স্পিনার। তবে যদি তুলনা টানতেই হয়, ডিআরএস ছাড়া যে ধরনের পিচে ও খেলেছে তাতে আমি হরভজনকেই সেরা বলবো।"
আহমেদাবাদ টেস্ট শেষে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন অশ্বিন। বিশ্বের ২য় সর্বোচ্চ দ্রুততম সময়ে নিয়েছেন ৪০০ টেস্ট উইকেট। মাত্র চতুর্থ ভারতীয় বোলার হিসেবেও নিয়েছেন ৪০০ টেস্টে উইকেট। তাঁর আগে এই কৃতিত্ব দেখাতে পেরেছেন কেবল কেবল কপিল দেব (৪৩৪), অনিল কুম্বলে (৬১৯) ও হরভজন সিং (৪১৭)।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.