মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ড উলভসকে ২৬১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল, লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন মাহমদুলু হাসান জয়। হোয়াইটওয়াশ এড়াতে জয়ের কোন বিকল্প নেই আইরিশদের।
ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড উলভসের অধিনায়ক হ্যারি ট্যাক্টর। আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে ব্যাপক পরিবর্তন এনেছিল বাংলাদেশ ইমার্জিং দল, চতুর্থ ম্যাচের মাত্র ৪ জন খেলছেন পঞ্চম ওয়ানডেতে।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের, ১৫ রানেই ফিরে যান অধিনায়ক সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৩ রানের ইনিংস, সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া আনিসুল ইমন দারুণ ব্যাট করেছেন। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩১ বলে ৮ চারে ৪১ রানের ইনিংস খেলেন তিনি।
তৃতীয় উইকেটে ৪৫ রান যোগ করেন আগের ম্যাচের দুই নায়ক তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়, ৩৯ বলে ১ চারে ২০ রান করে আউট হন তৌহিদ হৃদয়। এরপর শাহাদত হোসেন দিপু ১৩ ও শামীম হোসেন ১১ রান করে ফিরে গেলে ১৬৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ ইমার্জিং দল।
ষষ্ঠ উইকেট জুটিতে মাহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে দলের হাল ধরেন জয়, তুলে নেন লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১২৫ বলে ৭ চার ও ২ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জয়, ৩৯ বলে ১ চারে ৩৩ রান করে মাহিদুল আউট হলে ভাঙে ৭১ রানের জুটি।
৩ রান করে আমিনুল ইসলাম বিপ্লবের আউটের পর রান আউটে কাটা পড়েন সেঞ্চুরিয়ান জয়। তার ব্যাট থেকে আসে ১৩৫ বলে ৯ চার ও ৩ ছয়ে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস, শেষ দিকে আর কেউ দাঁড়াতে না পারায় ইনিংসের ২ বল বাকি থাকতেই ২৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল।
আইরিশদের হয়ে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে মার্ক অ্যাডায়ার, রোহান প্রিটোরিয়াস ও হ্যারি ট্যাক্টর ২ এবং গ্যারেথ ডিলানি ও পিটার চেজ নেন ১টি করে উইকেট।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.