হ্যাট্ট্রিকের প্রতিশোধে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন পোলার্ড (ভিডিও)
নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২১, রাত ২:৭ সময়
ছবিঃ সংগৃহীত
অ্যান্টিগায় কিছুক্ষণের জন্য ঘূর্ণিঝড় বয়ে গেল। না এটা কোন প্রাকৃতিক দূর্যোগ নয়। শ্রীলঙ্কান বোলারদের উপর দিয়ে এই ঝড় বইয়েছেন ক্যারিবিয়ান দানবীয় ব্যাটসম্যান কাইরোন পোলার্ড।
হাকিয়েছেন ৬ বলে ৬ টি ছক্কা। পোলার্ডের এই ঝড়ে উড়ে গেছে শ্রীলঙ্কাও। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪ উইকেটে। এই ম্যাচে অবশ্য ঘটে গেছে নানা নাটকীয়তা। নাটকীয়তার কেন্দ্রবিন্দু আবার দুইজন। আকিলা ধনঞ্জয়া আর পোলার্ড।
ধনঞ্জয়ার এক ওভারের ৬ বলের ৬ টিতেই ছক্কা হাঁকিয়েছেন পোলার্ড। পাওয়ার প্লের শেষ ওভারটা করতে এসে ধনঞ্জয়া হজম করলেন গুনে গুনে ঠিক ৬টি ছক্কা। লং অনের উপর দিয়ে শুরু পোলার্ড ঝড়। স্কয়ার লেগের উপর দিয়ে করলেন সেই ঝড়ের সমাপ্তি। ফলে যুবরাজের পর আন্তর্জাতিক টি-২০ তে মাত্র ২য় ব্যাটসম্যান হিসেবে এই বিরল কীর্তি গড়ে দেখালেন পোলার্ড। সব ফরম্যাট মিলিয়ে যেটি মাত্র ৩য়। একদিনের ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কা হাকিয়েছিলেন হার্শেল গিবস।
https://twitter.com/KirketVideoss/status/1367278365087047680?s=20
একই ম্যাচে নিজের আগের ওভারেই অবশ্য ইতিহাস গড়েছিলেন ধনঞ্জয়া। পেয়েছিলেন ৩য় শ্রীলঙ্কান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি হ্যাট্ট্রিকের দেখা। শ্রীলঙ্কার হয়ে দুইবার লাসিথ মালিঙ্গা, একবার থিসারা পেরেরার আছে হ্যাট্ট্রিকের রেকর্ড। কে ভেবেছিল এমন দুর্দান্ত শুরু করা ধনঞ্জয়ার কপালে পরের অভারেই ৬ বলে ৬ ছক্কা অপেক্ষা করছে। পোলার্ড হইতো সেই হ্যাট্ট্রিকের প্রতিশোধটাই নিলেন এমন নির্মমভাবে।
ধনঞ্জয়া পর পর ৩ বলে তুলে নিয়েছিলেন এভিন লুইস, ক্রিস গেইল আর নিকোলাস পুরানের উইকেট। শ্রীলঙ্কার দেয়া ১৩২ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ অবশ্য পেরিয়ে গেছে ৪১ বল হাতে রেখেই।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.