![received_441806116907802 [ received_441806116907802 ]](https://img.dailysportsbd.com/storage/2022/02/23/9223543cc51ca3329034a17e07a3331b07855ff2.jpeg)
প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে সহজভাবে হারালেও দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩২-২৯ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটুম্বর ছিল বাংলাদেশ। এর পর তৃতীয় ম্যাচে নেপালকে ৩৫-২০ ব্যবধানে হারিয়ে ফাইনালের আরও কাছে চলে যায় বাংলাদেশ।
এদিকে আজ (বুধবার) শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। রবিন রাউন্ড লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে স্বাগতিকদের। প্রথমার্ধে ১৪-০৯ পয়েন্টে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে দমাতে পারেনি লঙ্কানরা। ৩৩-৩১ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
তবে দ্বিতীয় দল হিসেবে কে ফাইনালে সেটা জানা যাবে আগামীকাল। ফাইনালে উঠার লড়াইয়ে নামবে টেবিলের ২য় ও ৩য় স্থানে থাকা দুই দল।
আগামী ২রা এপ্রিল পল্টনের ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।