'বিওএ'র কাছ থেকে সম্মান পেয়ে গর্বিত গলফার সিদ্দিকুর
নিউজ ডেস্ক
১৩ মার্চ ২০২১, সকাল ৪:৪৭ সময়
ছবি - ইন্টারনেট
বাংলাদেশের গলফকে ভিন্ন পর্যায়ে নিয়ে গেছেন সিদ্দিকুর রহমান, বিশ্বের বুকে তুলে ধরেছেন লাল সবুজের পতাকাও। এই কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সম্মানও জানিয়েছেন, আরও একবার দেশসেরা এই গলফারকে সম্মান জানাচ্ছে।
১ এপ্রিল থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস, দেশের শীর্ষ এই ক্রীড়া ইভেন্টের মশাল প্রজ্জ্বলন করবেন সিদ্দিকুর রহমান। সাঁতারু মাহফুজা খাতুন শিলার সাথে যৌথভাবে এই সম্মান পাচ্ছেন সিদ্দিকুর, যা পেয়ে গর্বিত ও কৃতিজ্ঞ তিনি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতি কৃতিজ্ঞতা জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, "এটা আমার ক্রীড়া জীবনে অন্য রকম এক পাওয়া, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নামে গেমস। এই গেমস দেশের সকল ডিসিপ্লিনের ক্রীড়াবিদ অংশ নিবে, এমন গেমসে আমাকে মশাল জ্বালানোর সুযোগ দেওয়ায় আমি বিওএর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।"
২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেছেন সিদ্দিকুর রহমান, এবার দেশের শীর্ষ ক্রীড়া ইভেন্ট বাংলাদেশ গেমসের মশাল জ্বালাবেন।
দুইটার মধ্যে কোনটাকে এগিয়ে রাখবেন, এমন প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, "দুইটার অনুভূতি দুই রকম, অলিম্পিকে প্রায় দুইশ দেশের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার একটি মর্যাদা আর দেশের মধ্যে সকল ক্রীড়াবিদ, ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে মশাল প্রজ্জ্বলন করা বিশেষ সম্মানের। দুইটি আমার কাছে অনেক গৌরবের।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ জেলা গোপালগঞ্জ থেকে মশাল যাত্রা শুরু করবে, ১ এপ্রিল গেমসের উদ্বোধনী দিনে মশাল জ্বালাবেন দুই ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান ও মাহফুজা খাতুন শিলা।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.