১০ ওভারে ১৪২, যে কোন বিবেচনায় কঠিন। তবে হোয়াইটওয়াশ এড়াতে হলে সেটা টপকাতেই হবে বাংলাদেশকে, সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে টাইগাররা। অধিনায়ক লিটনের ভাগ্য আজও ফিরেনি, আউট হয়েছেন শূন্য রানেই।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পরপর ২ বলে চার মেরে ভালো কিছুরই ইঙ্গিত দেন সৌম্য সরকার, তবে এক বল পরেই টিম সাউদির দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে অঙ্কুরেই শেষ হয় সোউম্যের ৪ বলে ১০ রানের ইনিংস।
ওপেনিং থেকে ৩ এ নেমে আসা অধিনায়ক লিটন দাস প্রথম বলেই বোল্ড হয়ে ফিরেন, প্রথম ওভারেই ১১ রানে ২ উইকেট হারায় টাইগাররা। প্রতিবেদন লিখা পর্যন্ত ফিরেছেন নাঈম শেখও, বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩১ রান।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৪১ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড, মার্টিন গাপটিল করেন ১৯ বলে ৪৩ রান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মাহেদি হাসান ১ টি করে উইকেট নেন।