নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সফরের শেষ ম্যাচে মুশফিকুর রহিমের মত চোট সমস্যায় তাই অনিশ্চিত টাইগার অলরাউন্ডারও।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ব্যর্থতার যাত্রা অব্যাহত রয়েছে। এবারের সফরেও স্বাগতিকদের বিপক্ষে জয়ের খরা কাটাতে পারেননি টাইগাররা। উল্টো ব্যাটিং-বোলিংয়ে করুণ দশার সাথে ফিল্ডিংয়ে শিশুসুলভ সব ভুলে চরম ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছে পুরো দল।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও জেগেছে সেই শঙ্কা। এমন ম্যাচে নিশ্চিত নন এই ফরম্যাটে টাইগারদের নিয়মিত অধিনায়ক।
বিশ্বস্ত সূত্র জানা গেছে, স্ট্রেইন সমস্যা ভুগছেন বাংলাদেশ অধিনায়ক। এমনকি আজ অনুশীলন পর্যন্ত করতে পারেননি তিনি। শেষ ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা খুব একটা নেই।
এর আগে পুরোনো কাঁধের ইঞ্জুরির সাথে নতুন করে আঙ্গুলের চোটে পড়া মুশফিকুর রহিমও এখনও পুরোপুরি সেরে উঠেননি। প্রথম দুই টি-টোয়েন্টি মত তার শেষ ম্যাচেও তাকে সাইড বেঞ্চে বসে কাটাতে হতে পারে।
তবে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।