তিন দফা সময় পরিবর্তন করে অবশেষে চূড়ান্ত হলো এশিয়া মহাদেশের হকির সর্বোচ্চ টুর্নামেন্ট ‘হিরো পুরুষ হকি এশিয়ান চ্যাম্পিয়নসশীপের’ শুরুর দিনক্ষণ। এ বছরের অক্টোবরের প্রথম দিন থেকে নয় অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ৬ষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়নসশীপের আয়োজক দেশ হলো বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এবারে টুর্নামেন্টে অংশ নিবে ভারত, পাকিস্তান, কোরিয়া, জাপান ও মালয়েশিয়া।
যদিও বাংলাদেশ হকি ফেডারেশন চেয়েছিলো ৩০ অক্টোবরের পরে টুর্নামেন্ট শুরু করতে কিন্তু আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশন সেটা এগিয়ে এনে ১ অক্টোবর নির্ধারণ করেছেন।
এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহি দাতো তৈয়ব ইকরাম জানিয়েছেন,
“করোনা ভাইরাসের মহামারির পরে আমাদের টার্গেট ছিল হকিকে আবারো মাঠে ফেরানো। আমি খু্শি যে অক্টোবরে এই টুর্নামেন্ট দিয়ে আবারো হকি মাঠে গড়াতে যাচ্ছে। করোনা ভাইরাসকে হারিয়ে হকি মাঠে গড়ানোও একটা জয় বলেই বিবেচিত হবে।”