নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ২৬ টি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এবার ওয়ানডে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়ে সংখ্যাটা দাড়িয়েছে ৩৩ এ। কেউ জানে না এই হারের শেষ কোথায়। দলের ব্যর্থতায় যখন কাঠগড়ায় খেলোয়াড় আর বিসিবি তখন নির্বাচক হাবিবুল বাশার টেনে এনেছেন নিউজিল্যান্ডে গিয়ে সব দলের হারের কথা।
সামর্থ অনুসারে খেলতে পারেনি বাংলাদেশ। সেটিও মানছেন সাবেক এই অধিনায়ক। বাশার বলেন, “নিউজিল্যান্ডকে আমি আলাদা করে রাখতে চাই। কারণ নিউজিল্যান্ডে শুধু বাংলাদেশ দল নয়, যারাই যায় সংগ্রাম করে। একটু ভিন্ন কন্ডিশন যে কোন দেশের থেকে।”
বাশার আরও বলেন, “নিউজিল্যান্ড সফরে আমাদের যে সমস্যা মোকাবেলা করতে হয়েছে তা অস্ট্রেলিয়াতে হয়নি। আমি জানি না আসলে কি কারণ হতে পারে। তবে দেখেন অস্ট্রেলিয়াও কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে হেরে এসেছে।
পরাজয়ের জন্য আমি আসলে কোন অজুহাত দেব না। আমরা ভালো ক্রিকেট খেলিনি। এর পেছনে অন্য কোন কারণ ছিল না। আমি দেখেছি ছেলেরা চেষ্টা করেছে, ভালো প্রস্তুতি নিয়েছে। কিন্তু প্রয়োগটা মাঠে সেভাবে করতে পারেনি। আমরা আমাদের সামর্থ্য অনুসারে খেলতে পারিনি।”