করোনা মহামারীর মাঝে সব পিছুটান পিছনে ফেলে মাঠে গড়াতে চলেছে ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএলের ১৪তম আসর। ওপেনিং ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ানস অপরদিকে এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি আরসিবি।
মুম্বাই ইন্ডিয়ান্স অন্তত শক্তিশালী ব্যালেন্সড একটি দল। অনেক বিশ্লেষক মতামত দিয়েছেন, মুম্বাই ইন্ডিয়ান্স একদিকে বিশ্ব একাদশ। তবুও মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো সহজ হবে না। পরিসংখ্যানও সেটিই বলে। তবে আইপিএলের প্রথম ম্যাচ শুরুর আগে বিশেষ কয়েকটি কারণে মুম্বাই ইন্ডিয়ান্স এর চেয়ে এগিয়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
চলুন দেখে নেয়া যাক সেই বিশেষ বিশেষ দিক গুলোঃ
১। আইপিএলের সবকটি আসর খেলে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি। বদলে যায় প্রতিপক্ষ কিন্তু বদলায় না মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স। যদিও প্রথম ম্যাচ হারার পরে কিভাবে মুম্বাই ফিরে আসে তা সবারই জানা। দুর্দান্ত দল নিয়া প্রতিবছর প্রথম ম্যাচ কেন হেরে যায় তা অনেকটা ভুতুড়ে কারণই মুম্বাইয়ের জন্য। সেদিক দিয়ে এগিয়ে কোহলির আরসিবি।
২। ২০১৬ সালের পর আবার এই বছর বিরাট কোহলি ওপেনিং করবেন। যেটা বেঙ্গালুরুর দলটির জন্য বড় অক্সিজেন হতে চলেছে। সদ্য করোনামুক্ত হয়ে দলে যোগ দেওয়া দেবদূত পাড্ডিকল এবং বিরাটের ওপেনিং জুটি এই মৌসুমের অন্যতম আকর্ষণীয় বিষয় হতে পারে। যেটি আরসিবিকে জিততে উদ্বুদ্ধ করবে।
৩। ট্রেডিশনাল চিপক বরাবরই স্পিন-সহায়ক উইকেট হয়ে থাকে। অন্যদিকে বরাবরই মুম্বাই ইন্ডিয়ান্স এর প্রধান শক্তি ফাস্ট বোলিং। কিন্তু আরসিবি তে আছে যুজবেন্দ্র চাহাল এর মতো বিশ্বসেরা স্পিনার। যারা এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। বলা যাই স্পিন বোলিং এর দিক দিয়ে কিছুটা হলেও এগিয়ে আরসিবি।
৪। মোহাম্মদ সিরাজ এবং নবদ্বীপ সাইনিরা জাতীয় দলের জার্সিতে বিধ্বংসী পারফরম্যান্স করেছেন। এবার মুম্বইকে হারাতে তাঁরা কার্যকরী ভূমিকা নেবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।