অধিনায়ক হিসেবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে কিছুই জিতাতে পারেননি ভারতের বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে তার ব্যক্তিগত রেকর্ডস অসাধারণ। ভারতীয় দল থেকে শুরু করে আরসিবিতেও প্রচুর ম্যাচে রান করেছেন। কিন্তু পাননি কোনও শিরোপা।
একটি দিক দিয়েই কোহলি পিছিয়ে আছেন। তবে এবার দলকে শিরোপা জিতাতে মরিয়া কোহলি। সিদ্ধান্ত নিয়েছেন এবারের আইপিএলে তিনি ওপেনিং এ ব্যাট করবেন।
ব্যাটসম্যান হিসেবে আইপিএলের প্রায় বেশিরভাগ রেকর্ডই এই ব্যাটসম্যানের দখলে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক আগেই হয়েছেন কোহলি। এবারের আইপিএলেও কোহলি দাঁড়িয়ে অনেকগুলি মাইলফলকে সামনে।
চলুন দেখে নেয়া যাক তেমনি পাঁচটি অবিশ্বাস্য মাইলফলকের কথাঃ
১। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১০ হাজার টি-২০ রান থেকে ২৬৯ রান দূরে দাঁডি়য়ে বিরাট কোহলি।
২। ২০২১ আইপিএলে ৮টি ম্যাচ খেললেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০০ ম্যাচ খেলার নজির গড়বেন আরসিবি অধিনায়ক।
৩। ১২২ রান করলে কোহলি আইপিএলে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
৪। ৬টি ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাতে পারলে আইপিএলে মোট ৫০ বার ৫০ রানের গণ্ডি টকপানোর নজির গড়বেন।
৫। ৪টি ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাতে পারলে আরসিবির হয়ে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে মোট ৫০ বার ৫০ রানের গণ্ডি টকপানোর নজির গড়বেন আরসিবি অধিনায়ক।