আইপিএল খেলতে জাতীয় দলের খেলা থেকে বিশ্রাম নেয়ার প্রচলন চালু করেছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে ইংল্যান্ড প্রতিটা সিরিজেই খেলোয়াড়দের ‘রোটেশন পলিসিতে’ খেলিয়েছে। যাতে করে ক্রিকেটাররা আইপিএলে নিজের সেরাটা দিতে পারেন।
আইপিএল শেষে ক্লান্ত হয়ে পড়েন ক্রিকেটাররা, জাতীয় দলে নিজের সেরাটা দিতে পারেন না এটিওতো নতুন কিছু নয়। দেশের খেলা ফেলে আইপিএল খেলায় ইতোমধ্যে টালমাটাল ক্রিকেটাঙ্গন। এরই মাঝে নতুন করে এই ইস্যুকে উসকে দিলেন সাবেক অজি ওপেনার ক্রিস রজার্স। তবে থেমে নেই স্টোকসও দিয়েছেন জবাব।
রজার্স টুইটারে ব্যাঙ্গ করে বেন স্টোকসকে ট্যাগ করে তাঁর উদ্দেশ্যে লিখেছেন, “পাউন্ড নোটের পিছনে আবার ছুটছো, যখন ইংল্যান্ডের জার্সি পরে নামবে তখন তো বল করতে ক্লান্তি বোধ করবে।” এর জবাব দিতে ছাড়েননি ব্রিটিশ ক্রিকেটারও। তিনি পাল্টা লিখেছেন, “কখন ইংল্যান্ডের জার্সিতে বল করতে নেমে আমি ক্লান্ত হয়ে পড়েছি???”
When have I ever been to tired to bowl in a England shirt pal??? https://t.co/854pfJRDXA
— Ben Stokes (@benstokes38) March 31, 2021
তবে বিতর্কে ইংলিশ সমর্থকদের পাশে পেয়েছেন বেন। জেমি রেনর বলে একজন যেমন পালটা উত্তরে বলেছেন, “প্রত্যেকে ২০১৯ সালের হেডিংলের কথা বলছে। কিন্তু তাঁর (স্টোকস) হিরোর মতো বোলিং স্পেলের কথা অনেকেই ভুলে গিয়েছে।” অনেকেই আবার স্টোকসকে ‘সিংহ’ বলেও অভিহিত করেছেন।