নিজের খেলা সর্বশেষ ১০ ওয়ানডেতে ৯০.৭৫ গড়ে ৭২৬ রান করেছিলেন তিনি। যেখানে ৯৫.৪০ স্ট্রাইক রেটে ৩টি সেঞ্চুরিও ছিল তার। দক্ষিণ আফ্রিকা সফরেও সেই ফর্মই টেনে আনলেন পাকিস্তান অধিনায়ক।
সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি।
এর ফলে হাশিম আমলা, বিরাট কোহলি, কুইন্টন ডি কক, ডেভিড ওয়ার্নারদের ছাপিয়ে ইনিংসের হিসেবে ওয়ানডেতে দ্রুততম ১৩ সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন বাবর আজম।
৭৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৭৬তম ইনিংসেই ১৩টি শতক হাঁকিয়েছেন পাকিস্তান অধিনায়ক। যা হাশিম আমলার আগের রেকর্ডের চেয়ে ৭ ইনিংস কম। ৮৩ ইনিংসে ১৩টি সেঞ্চুরি করেছিলেন আমলা; যেখানে কুইন্টন ডি কক, বিরাট কোহলিদের লেগেছে ৮৬ ইনিংস করে।
সুপার স্পোর্ট স্টেডিয়ামে আনরিখ নরকিয়ার বলে চার মেরে ১০৩ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন বাবর আজম। তবে সেঞ্চুরির ঠিক পরের বলেই উইকেটের পিছনে ক্যাচ আউট হয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১০৪ বলে ১০৩ রান করেছেন তিনি, যেখানে ১৭টি বাউন্ডারিই মেরেছেন পাকিস্তান অধিনায়ক।
ওয়ানডে দ্রুততম ১৩ সেঞ্চুরি (ইনিংসের সংখ্যা হিসেবে)
- বাবর আজমঃ ৭৬ ইনিংস*
- হাশিম আমলাঃ ৮৩ ইনিংস
- বিরাট কোহলিঃ ৮৬ ইনিংস
- কুইন্টন ডি ককঃ ৮৬ ইনিংস
- ডেভিড ওয়ার্নারঃ ৯১ ইনিংস