বাংলাদেশের ক্রিকেটে আলোকিত, আলোচিত চরিত্র সাকিব আল হাসান, তাকে ঘিরে অনেক সময় তৈরি হয় বিতর্কেরও। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের কিছু মন্তব্য নিয়ে বাংলাদেশের ক্রিকেটে বেশকিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, তবে সাকিব জানিয়েছেন তিনি কখনও ইচ্ছেকৃত ভাবে বিতর্কে জড়াতে চাননি।
সাম্প্রতিক সময়ে সাকিবের বিতর্কের শুরু আইপিএলে খেলার জন্য শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নেওয়াকে কেন্দ্র করে, এরপর সেই ইস্যুতে বোর্ড কর্তাদের ভুল ব্যাখা ও সেই বিষয়ে সাকিবের কথা বলায় বড় ধরনের আলোচনার সৃষ্টি হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, “আমি কখনও কোন বিতর্কে জড়াতে চাই না, অন্তত ইচ্ছাকৃত ভাবে তো নয়ই। তবে হ্যাঁ, এগুলো আমার সাথে এমনিতেই হয়ে যায়। আমি জানি, আমাকে আরও সতর্ক থাকতে হবে। আসলে এখন এটা নিশ্চিত করা জরুরি যে আমি যেন আর কোন বিতর্কে না জড়াই।”
চাইলে আইপিএলের এনওসি ইস্যু এড়ানো যেতো বলেই মনে করেন সাকিব, তবে বিষয়টা সুন্দর ভাবে সমাধানের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “চাইলেই এটা এড়ানো যেত। তবে শেষ পর্যন্ত সবকিছু ভালো ভাবেই হয়েছে। পুরো বিষয়টি ভালোভাবে সমাধান করায় আমি বিসিবির কর্মকর্তা, বিশেষ করে প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই।”
৯ এপ্রিল থেকে শুরু হবে এবারের আইপিএল, সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল।