নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল, দুঃস্বপ্নের সিরিজে এবারও কোন জয় পাওয়া হয়নি টাইগারদের। তবে সিরিজ থেকে পাওয়া শিক্ষা পরবর্তীতে কাজে লাগানোর কথা জানিয়েছেন শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করা লিটন দাস।
করোনা পরবর্তী প্রথম বিদেশ সফরে গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ দল, সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন ও প্রস্তুতি শেষে অংশ নেয় ৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে আগের সফর গুলোর মতো এবারও জয়হীন কেটেছে বাংলাদেশের, হোয়াইটওয়াশ হয়েছে দুই সিরিজেই।
এবারের সফরের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ২৬ ম্যাচ খেলে জয়হীন ছিল বাংলাদেশ, এবার সেই ইতিহাস বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা। অধিনায়ক, কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট সবার কণ্ঠেই ঝরেছিল আত্মবিশ্বাস, তবে মাঠে তার প্রতিফলন দেখা যায়নি।
উল্টো তৈরি হওয়া সুযোগও ফিল্ডিং ব্যর্থতায় মিস করেছে বাংলাদেশ, দুঃস্বপ্নের সিরিজ শেষে আজ সকাল ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌছায় বাংলাদেশ দল। বাংলাদেশের পরবর্তী মিশন শ্রীলংকায়, সবকিছু ঠিকঠাক থাকলে ১২ এপ্রিল আবারও বিমানে চাপবে টাইগাররা।