আইপিএলের ১৪তম আসরের নিলামে অবিক্রীত গুরকিরাত সিং মানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ মুহূর্তে রিঙ্কু সিংয়ের ইঞ্জুরিতে কপাল খুলেছে ভারতীয় এই ব্যাটসম্যানের।
আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের গেল আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন গুরকিরাত। সে আসরে ৮ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি, যেখানে ৮৮.৮৫ স্ট্রাইক রেটে ৭১ রান করেছিলেন তিনি। এ বছর নিলামের আগে এই মিডলঅর্ডার ব্যাটসম্যানকে ছেড়ে দেয় কোহলির নেতৃত্বাধীন আরসিবি।
নিলাম অবিক্রিত থাকলেও আসর শুরুর মাত্র এক সপ্তাহ আগে নিলামের ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যেই গুরকিরাতকে দলে টেনেছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে আইপিএলে অষ্টমবারের মত অংশ নিতে চলেছেন ৩০ বছর বয়সী গুরকিত মান।
অন্যদিকে বেশ কয়েক ধরে কলকাতার শিবিরে থাকা রিঙ্কু সিং হাঁটুর ইঞ্জুরির কারণে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন। ২০১৭ সালে পাঞ্জাবের হয়ে আইপিএল অভিষেক হওয়া এই মিডলঅর্ডার ব্যাটসম্যান এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে মাত্র ১১টি ম্যাচ খেলেছেন। গেল বছর কলকাতার হয়ে মাত্র একটি ম্যাচে সুযোগ হয়েছিল তার।
১১ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করবে দুইবারের শিরোপা জয়ী কলকাতা নাইট রাইডার্স।
২০২১ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডঃ
ইয়ন মরগান (অধিনায়ক), শুভমান গিল, নিতীশ রানা, সাকিব আল হাসান, সুনীল নারাইন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, ভৈভব আরোরা, লকি ফার্গুস, বেন কাটিং, টিম সেইফার্ট, করুন নায়ার, শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার, হরভজন সিং, প্যাট কামিন্স , প্রসিধ কৃষ্ণা, শিবাম মাভি, স্বন্দ্বীপ ওয়ারিয়ার, কুলদ্বীপ যাদব, পাওয়ান নেগি, কমলেশ নাগরকোটি, বরুন চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি, গুরকিরাত সিং মান।