গত বছর করোনা ভাইরাস প্রকট আকার ধারণ করায় মৌসুমের মাঝামাঝি সময়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবল বন্ধ হয়ে যায়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর খেলা ফিরলেও আর মাঠে দর্শক ফেরা হয়নি। তবে এবার ইংল্যান্ডে বেশ বড় পরিসরে দর্শক ফেরানোর চিন্তা করছে ব্রিটিশ সরকার।
চলতি মাসের শেষের দিকে কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের মধ্যে হতে যাওয়া ম্যাচে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আট হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। টটেনহ্যাম ও সিটি সমর্থকদের পাশাপাশি ম্যাচের টিকেট কিনতে পারবেন স্টেডিয়ামের পাশের স্থানীয় বাসিন্দাগণ ও জাতীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এমনটাই জানিয়েছে।

বিবিসির বরাতে জানা যায়, ইংল্যান্ড মাঠে দর্শক ফেরাতে পরীক্ষামূলকভাবে নয়টি ইভেন্টের প্রক্রিয়া হাতে নিয়েছে ব্রিটিশ সরকার। এই প্রক্রিয়ারই অংশ হিসেবে ওয়েবম্বলিতে আগামী ১৮ এপ্রিল এফএ কাপে লেস্টার সিটি ও সাউথ্যাম্পটনের মধ্যে সেমি-ফাইনালে মাঠে চার হাজার দর্শক এবং প্রতিযোগিতার ফাইনালে ২১ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ইএফএল জানিয়েছে,
“আমরা স্টোডিয়ামের প্রাসঙ্গিক সব স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে আমাদের ফুটবলারদের মাঠে উৎসাহ দিতে দর্শকদের ফেরানোর সময় এসে গিয়েছে। ইংলিশ ক্লাবগুলো সমর্থকদের স্বাগত জানাতে অধীর আগ্রহে বসে আছে। টিকিটিং এবং ক্লাব বরাদ্দের বিষয়ে আরও তথ্য যথাযথভাবে পৃথকভাবে ঘোষণা করা হবে।”