আমেরিকান দম্পতি ক্যারোলিন ও কামিন্সের পাঁচ সন্তানের জন্ম হয়েছে একই তারিখে। ১৯৫২ থেকে ১৯৬৬ সালের মধ্যে সবার জন্ম ২০ ফেব্রুয়ারি! যা একই তারিখে জন্ম নেওয়া ভাই-বোনদের মধ্যে একটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। এবার সেই রেকর্ডের কিছুটা কাছাকাছি গেলেন বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড আর্তোয়ান গ্রিজম্যান।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে বুধবার থাকতে বার্সেলোনায় দলের ট্রেনিংয়ে যোগ দেননি গ্রীজম্যান। ঠিক একদিন পরই সুসংবাদ পেলেন তারকা এই ফরোয়ার্ড।
বৃহস্পতিবার ৮ই এপ্রিল পৃথিবীর আলোর মুখ দেখে গ্রীজম্যানের তৃতীয় সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হওয়ার খবর নিজেই জানান বিশ্বকাপজয়ী এই তারকা ফরোয়ার্ড। নিজের টুইটার একাউন্টে লিখেছেন,
“আলাবা গ্রীজম্যান। এপ্রিল ৮,২০২১ সকাল ১০:২৪।”
মজার বিষয়, গ্রিজম্যান ও এরিকা দম্পতির আগের দু সন্তানের জন্ম তারিখও ৮ই এপ্রিল ! ২০১৬ সালে ৮ এপ্রিল এই দম্পতির প্রথম সন্তান দুনিয়ার আলো দেখে। ঠিক তিন বছর পর ২০১৯ সালে ৮ এপ্রিল তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

একই দিনে তিন সন্তানের জন্ম হওয়ায় এতে লাভ হয়েছে গ্রীজম্যানেরই। তিন সন্তানের আলাদা করে যেমন জন্মদিন মনে রাখতে হবে না, একইভাবে সবার জন্য আলাদা জন্মদিনের পার্টির খরচও বেঁচে গেল ফরাসি তারকার। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই রসিকতা করছেন অনেকে !