ঢিল ছুড়ার দূরত্বে আইপিএল। কিন্তু যতই সময় কমে আসছে ততই করোনা আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছে আইপিএলে। ৩ খেলোয়াড় আক্রান্ত হবার পর এবার করোনার হানা মুম্বাই ইন্ডয়ান্সে। আক্তান্ত হয়েছেন রোহিত শর্মার দলের উইকেট কিপিং পরামর্শক কিরন মোরে।
মুম্বাই ইন্ডিয়ান্সের এক কোচিং স্টাফ সহ আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৩ গ্রাউন্ড স্টাফের করোনা পজেটিভ হবার খবর পাওয়া গেছে। এর আগে আক্রান্ত হয়েছিলেন আরo প্রায় ৮ গ্রাউন্ড স্টাফ। ফলে সব মিলে অনিশ্চয়তার দোলাচালে মুম্বাই স্টেডিয়াম।
কিরোন মোরের শরীরে নেই কোন উপসর্গ। ফলে হোটেলে আইসোলেশনে আছেন মোরে। তার চিকিৎসা এবং দেখা শোনায় আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের চিকিৎসক দল।
মহারাষ্ট্রে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ । আজ আক্রান্ত ৫০ হাজারের কাছাকাছি। এই পরিস্থিতিতে আংশিক লকডাউন এবং নাইট কারফিউ জারি করেছে প্রশাসন। তবে আইপিএলের উপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। কিন্তু ওয়াংখেড়েতেই যে ভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে সমস্যায় পড়ে গিয়েছে বিসিসিআই এবং এমসিএ।
চেন্নাই সুপার কিংস দলের এক কর্মীরও করোনা ধরা পড়েছে। দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেলও করোনায় আক্রান্ত। রয়্যাল চ্যালেঞ্জার্সের দেবদূত পাডিক্কালের করোনা রিপোর্ট অবশ্য পরে নেগেটিভ আসায় স্বস্তি ফিরেছে কোহলিদের।
সব মিলিয়ে আইপিএল শুরুর আগে থেকেই করোনা নিজের খেলা বেশ দুর্দান্ত প্রতাপেই দেখিয়ে চলেছে। শেষ পর্যন্ত আইপিএলের ভাগ্য পিএসএলের অনুরূপ না ঘটলেই স্বস্তির খবর।