শঙ্কা কিংবা উৎকণ ছিলই, তবে সবকিছুকে পাশ কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল। উদ্বোধনী দিনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৫০ দিন ধরে চলবে মাঠের লড়াই।
এবারের আইপিএলেও অংশ নিচ্ছে ৮টি দল, করোনা ভাইরাসের কারণে থাকছে না হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। খেলা হবে ভারতের ৬টি স্টেডিয়ামে, করোনা প্রাদুর্ভাব থাকলেও মুম্বাইয়ের মাঠে ম্যাচ আয়োজনে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বাইয়ের পাশাপাশি এবারের আইপিএলে ম্যাচ আয়োজন করবে আহমেদাবাদ, দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা ও চেন্নাই।
বাংলাদেশি ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসকে ঘিরে, কারণ এই দুই দলের হয়েই খেলবেন টাইগার দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ থেকে আইপিএল শুরু হলেও কলকাতা নাইট রাইডার্স ১১ এপ্রিল ও রাজস্থান রয়্যালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল।
সর্বশেষ দুই আসরেই চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস, তাদের সামনে সুযোগ হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়া। টুর্নামেন্টের সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস, ১৩ বার অংশ নিয়েও ট্রফির মুখ না দেখা পাঞ্জাব কিংস তাদের নামটাই পাল্টে ফেলেছে।
প্রতিবারই তারকা সমৃদ্ধ দল গড়ে এখনও ট্রফির দেখা পায়নি ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও, নতুন করে তারা দলে ভিড়িয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। ভিরাট কোহলির বড় আক্ষেপ আইপিএলে এখনও ট্রফি জিততে না পারাটা, এবার নিশ্চিত করেই সেই আক্ষেপ মেটাতে চাইবেন তারা।
৫০ দিনের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের ৫৬ ম্যাচসহ মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৬০ টি। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইটা করে ম্যাচ খেলবে, করোনা ভাইরাসের কারণে এবারের আইপিএলে থাকছে না হোম ম্যাচ। প্লে-অফ, কোয়ালিফায়ারসহ ফাইনাল ম্যাচ আয়োজন করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।