সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর, একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পর টুর্নামেন্ট স্থগিত করা হয়। এবার করোনা আক্রান্ত হয়েছেন বিসিবির পিচ কিউরেটর গামিনি ডি সিলভা।
শ্রীলঙ্কান এই পিচ কিউরেটরের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, “প্রধান কিউরেটরের ছুটি নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সে কারণেই তার কোভিড পরীক্ষা করা হয়, সেই পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হন।”
করোনা আক্রান্ত হওয়ায় আপাতত দেশে ফেরা হচ্ছে না গামিনি ডি সিলভার। দেবাশীষ চৌধুরী আরও বলেন, “১৫ দিন বিশ্রামে থেকে চিকিৎসা নিতে হবে বলে আপাতত তার শ্রীলঙ্কায় নিজ দেশে যাওয়া হচ্ছে না, এরপর দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ হলেই দেশে ফিরতে পারবেন তিনি।”
এনসিএল স্থগিত, এ আগামী সপ্তাহেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ব্যস্ততা না থাকায় ছুটি নিয়েছিলেন গামিনি ডি সিলভা, তবে করোনা পজিটিভ হওয়ায় আপাতত তার ফেরা হচ্ছে না।