দুদিন আগে নিজেদের দলের চারজন স্টাফের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিল ইতালির ফুটবল ফেডারেশন। এবার জানা গেল, দলের ৩৩ বছর বয়সী জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চিও করোনায় আক্রান্ত হয়েছেন।
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে লিথুনিয়ার বিপক্ষে বেঞ্চে বসে খেলা দেখার পরের দিন কোভিড পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ইতালিয়ান ডিফেন্ডারের। এর আগে জুভেন্টাসে ইতালির আরেক ডিফেন্ডার মেরিহ ডেমিরেলেরও করোনা পজিটিভ আসার খবর জানায় দলটি। বুধবার আলাদা আলাদা বিবৃতিতে দুজনের করোনা পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করে জুভেন্টাস।
বর্তমানে লিওনার্দো বনুচ্চি ইতালিতে নিজ বাড়িতে আইসোলেশনে আছে। অন্যদিকে ক্লাব হোটেলে আইসোলেশনে আছে দেমিরেল। যার ফলে ইতালিয়ান লিগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের গুরুত্বপূর্ণ তিন ম্যাচ তুরিনো, নাপোলি ও জেনোয়ার বিপক্ষে এই দুই ডিফেন্ডার ছাড়াই দল সাজাতে হবে কোচ আন্দ্রে পিরলোকে।
ইতালিয়ান লিগে ২৭ ম্যাচে ইতিমধ্যে শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তাই শিরোপা ধরে রাখতে হলে আর কোন ভুল করা চলবে না তুরিনোর বুড়িদের!