উয়েফা চ্যাম্পিয়নস লিগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল ফরাসি ক্লাব পিএসজি। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে শেষ আটের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।
গতকাল করোনা টেস্টে পজিটিভ এসেছে ফরাসি মিডফিল্ডারের। পিএসজি নিজেদের ওয়েবসাইটে অফিশিয়াল বিবৃতিতে তার করোনা পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছে।
ফ্রান্সে করোনা আক্রান্তদের অন্তত ১০ দিন হোম কোয়ারান্টাইনে থাকতে হয়। করোনার বেশকিছু লক্ষণ দেখা গেলেও, বর্তমানে সুস্থ আছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। এখন তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছে।
করোনা পজিটিভ আসায় চলতি সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে খেলতে পারবেন না ইতালিয়ান এই মিডফিল্ডার। আগামী ৮ই জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।
এর আগে আজ ফরাসি লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে লিঁলের বিপক্ষেও থাকছে না তিনি। লীগ-১ এ সমান ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে লিঁলের চেয়ে পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আজকের ম্যাচে জিতলেই শীর্ষস্থান দখল করার সুযোগ আছে প্যারিসের ক্লাবটির।