গোল করা যেন তাদের কাছে কোনো ব্যাপারই না, প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে নিয়ে ছেলে খেলায় মেতে উঠা অভ্যাসে পরিণত করেছে সাবিনা, তোহুরা, কৃষ্ণারা। লিগের প্রথম ম্যাচে সদ্যপুস্করণীকে ১৪-১ গোলের বিধ্বস্ত করার পর আজ (রবিবার) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে নবাগত কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাবকেও গোলের বন্যায় ভাসালো কিংসের মেয়েরা। গত ম্যাচে সাত গোল করা কৃষ্ণা রানী সরকার এ ম্যাচে কোনো গোলের দেখা না পেলেও স্বপ্না করেছেন হ্যাট্রিক। এছাড়াও তোহুরা, শিউলি ও রিতু করেছেন জোড়া গোল। বাকি দুটি গোল করেছেন অধিনায়ক সাবিনা আক্তার ও সুলতানা।
প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বসুন্ধরা কিংস। ম্যাচ শুরুর দুই মিনিটেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। অধিনায়ক সাবিনা আক্তারের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এরপর ১৮ মিনিটে দ্বিতীয় বারের মত লিড এনে দেন তোহুরা। দুই গোলের লিড নেওয়ার রেশ কাটতে না কাটতেই ২১ মিনিটে গোল করেন শিউলি। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ৩৯ মিনিটে কিংসকে ৪-০ গোলের লিড এনে দেন দ্বিতীয় গোল করা তোহুরা আক্তার।
বিরতি থেকে ফিরে কাঁচিঝুলির জালে আরো সাত বার বল জড়ান কিংসের মেয়েরা। ৪৭,৫৭ ও ৮৫ মিনিটে তিন গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন স্বপ্না আক্তার। মাঝে ৬২ মিনিটে শিউলি একটি, ৬৭ মিনিটে সুলতানা এবং ৬৮ ও ৭২ মিনিটে দুটি গোল করেন রিতু।
এই ম্যাচের মধ্য দিয়ে বিরতিতে যাচ্ছে নারী ফুটবল লিগ। সারা দেশে সাত দিনের লক ডাউনের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাময়িক ভাবে সকল ধরনের লিগ স্থগিত ঘোষণা করেছে। তবে লক ডাউন শেষ হওয়ার সাত দিন পরেই যে কোনো সময় লিগ মাঠে গড়াবে।