আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের যেকোন একটি থেকে অবসর নেবেন তামিম ইকবাল… সম্প্রতি এমন খবরই শোনা যাচ্ছে বাংলাদেশি গণমাধ্যমগুলোতে। তামিম নিজেও জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরাটা দিতে এবং নিজের উপর থেকে চাপ কমাতে যেকোন এক ফরম্যাট থেকে অবসর নেবেন তামিম ইকবাল।
তা কোন ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন তামিম? এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সদ্যসমাপ্ত বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে খেলেনি তামিম। ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে।
অনেকেই আন্দাজ করেছিলেন হয়তো টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তামিম ইকবাল। কিন্তু তামিম বলছেন ভিন্ন কথা..…. তিনি এখনও কোন ফরম্যাট থেকে অবসরে যাবেন এবং কবে যাবেন সে বিষয়ে এখনও কোন কিছু নিশ্চিত নন তিনি। তবে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নিয়েই এগোচ্ছেন তিনি।
কেন এক ফরম্যাট থেকে অবসরে যাচ্ছেন সে সম্পর্কে ক্রিকবাজকে তিনি বলেন, “আমার বার্তাটা পরিষ্কার। আমি বাংলাদেশের হয়ে যত বেশিদিন সম্ভব খেলতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই। আমি এক ফরম্যাট ছাড়তে চাই এ কারণে, যাতে অন্য দুই ফরম্যাটে সেরাটা দিতে পারি। বিষয়টা এমন না যে, ক্লান্ত হয়ে পড়ায় টেস্ট ছেড়ে দেব কিংবা টি-টোয়েন্টি খেলবো না। সিদ্ধান্তটা নেব যেন অন্য দুই ফরম্যাটে তা কাজে লাগাতে পারি।”
উদাহরণ দিয়ে তামিম বলেন, “সাধারণত বিশ্বের অন্যান্য খেলোয়াড়রা এমনটাই করেন। তারা কিন্তু একসঙ্গে তিন ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেন না। তারা আগে যেকোন একটা ফরম্যাট ছেড়ে দেন এবং অন্য দুইটি খেলতে থাকেন। পরে অবসর নেন। আমার ক্ষেত্রেও এমনই হবে। আমার যদি মনে হয় যে, ছয় মাস, এক বছর বা দুই বছর পর একটা ফরম্যাট ছেড়ে দেয়া ভালো হবে- আমি তাই করবো।”
কোন ফরম্যাট থেকে আগে অবসর নেবেন? এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, “ছয় মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটা আমার মাথায় আছে। টি-টোয়েন্টি পুরোপুরি আমার চিন্তার বাইরে নয়। আমি জানি যে কোন ফরম্যাট আগে ছাড়বো আর কোনটা পরে। আমার একটা পরিকল্পনা আছে। আমার মনে হয় না সেটা সবার কাছে খুলে বলার দরকার আছে।”