।। টুকরো খবর ।।
ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রে একটি ক্রিকেট ম্যাচে ক্যাচ নেওয়ায় এক ফিল্ডারকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন ব্যাটসম্যান। সেই ফিল্ডারের অবস্থা বেশ আশঙ্কাজনক, এখনও জ্ঞান ফিরেনি তার।
গোয়ালিয়রে এমন অদ্ভুত ঘটনার সেই ম্যাচে ৪৯ রানে আউট হয়েছিলেন সঞ্জয় পালিয়া। কিন্তু ১ রানের সেই আক্ষেপ মেনে নিতে পারেননি ২৩ বছর বয়সী ভারতীয় এই ব্যাটসম্যান। এর ফলে প্রচন্ড রাগান্বিত সেই ব্যাটসম্যান ক্যাচ নেওয়া ফিল্ডার শচীন পরাশরের দিকে ছুটে যান এবং পেটাতে থাকেন।
প্রথমে বিষয়টি আন্দাজ করতে পারেনি মাঠের অন্য ক্রিকেটাররা। যতক্ষণে বাকিরা এই ঘটনা আঁচ করতে পেরে সঞ্জয় পালিয়াকে ফেরান, ততক্ষণে ব্যাটের আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত ২৩ বছর বয়সী শচীন মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষনাৎ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে স্থানীয় পুলিশ জানিয়েছে এখনও জ্ঞান ফিরেনি সেই ফিল্ডারের। সেই সাথে সঞ্জয় পালিয়ার নামে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করা হয়েছে।
শীঘ্রই সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসুক শচীন পরাশর, এমনটাই কাম্য।