বিশ্বকাপের ফাইনালে ধোনি যে ব্যাটটি দিয়ে রান করেছিলেন, ছক্কা মেরে দলকে ২য় বারের মত বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছিলেন, সেই ব্যাটটি জায়গা করে নিয়েছে গিনেস বুকে।
চ্যারিটি মূলক কার্যক্রমের জন্য ব্যাটটি নিলামে তুলেছিলেন ধোনি। ২০১১ সালে যেটির ফাইনাল বিট ছিল ১ লক্ষ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি রুপি দিয়ে কিনেছিল ভারতেরই ‘আর কে গ্লোবাল শেয়ারস এন্ড সিকিউরিটি লিমিটেড’ নামে এক সংস্থা।
বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত ধোনির ব্যাটটি রেকর্ড মূল্যে বিক্রি হওয়ার কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। আর কোনও ব্যাট এতো দামি কখনও বিক্রি হয়নি। এটিই মূলত গিনেস বুকে জায়গা পাওয়ার মূল কারণ।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, “মহেন্দ্র সিং ধোনির ব্যাটটিই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ব্যাট। নিলামে যেটি ১ লক্ষ পাউন্ড দরে বিক্রি হয়েছিল। ব্যাটটি কিনেছিল আর কে গ্লোবাল শেয়ারস এন্ড সিকিউরিটি লিমিটেড। ২০১১ সালের ১৮ জুলাই লন্ডনে ইস্ট মিটস ওয়েস্ট চ্যারিটি ডিনারে এই নিলাম সংগঠিত হয়েছিল। এই ব্যাটটি বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত হয়েছিল, যেটি দিয়ে উইনিং শট মেরেছিলেন ধোনি।”
এই ব্যাট দিয়েই ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৯ বলে ৯১ রানের ম্যাচ উইনিং নক খেলেছিলেন মাহি।