গত ২২ মে মাঠে গড়িয়েছিল জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসরের, প্রথম রাউন্ডে করোনা ভাইরাসের তেমন প্রভাব না পড়লেও দ্বিতীয় রাউন্ডের আগেই করোনায় বিপর্যস্ত হতে থাকে এনসিএল।
একই সাথে অন্তত ১০ ক্রিকেটার ও খুলনা বিভাগের কোচ ওয়াহিদুল গনি করোনায় আক্রান্ত হন, এবার জানা গেলো করোনা আক্রান্ত হওয়া ওয়াহিদুল গনির অবস্থা সংকটাপন্ন। খুলনা বিভাগের এক কোচিং স্টাফের সদস্য ফেসবুকে পোস্টের মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন।
ওয়াহিদুল গনির বর্তমান অবস্থা সম্পর্কে খুলনা বিভাগের কোচিং স্টাফের সদস্য আশিক মজুমদার ফেসবুক পোস্টে জানান, খুলনার কোচ ওয়াহিদুল গনির অক্সিজেন স্যাচুরেশনের স্তরও নিম্নগামী, তিনি হাসপাতালে একটি কেবিনেরও খোঁজ করেছেন মোহাম্মদ আশরাফুলের গুরু হিসেবে খ্যাতি পাওয়া এই কোচের জন্য।
করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগ ও রংপুর বিভাগও, সবচেয়ে বেশি ৬ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট বিভাগের। বাংলাদেশে করোনার প্রকোপ আবারও বৃদ্ধি পাওয়ায় বিকল্প চিন্তাভাবনা শুরু করেছে বিসিবি, এনসিএলের বাঁকি ম্যাচ গুলো নির্দিষ্ট দুইটি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে তারা।