নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ এক পেশে ভাবে হেরেছিল বাংলাদেশ। এই ম্যাচকে বাদ দিলে সিরিজের বাকি ৫ ম্যাচে বাংলাদেশ সহজ ক্যাচ ফসকেছে ১২টি। আর সুযোগ মিস করেছে প্রায় ৬টি। হাফ চান্সগুলার অর্ধেক আর সহজ ক্যাচগুলো যদি নিতে পারতো, তাহলে নিউজিল্যান্ড সিরিজের ফলাফল ভিন্ন হতে পারতো।
মূলত নিউজিল্যান্ড আর বাংলাদেশের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে দুই দেশের ফিল্ডিং। বরাবরই নিউজিল্যান্ড ভালো ফিল্ডিং করা সহজ ব্যাপার নয়। যার জন্য নিউজিল্যান্ডে আগেভাগে গিয়েছিল বাংলাদেশ। ১৪ দিনের কোয়ারেন্টাইন সহ সুযোগ পেয়েছিল প্রস্তুতি ম্যাচ খেলারও। তবুও বার বার বড় করে ভেসে উঠেছে মিস ফিল্ডিংয়ের ক্ষত।
নিউজিল্যান্ড গিয়ে তামিম ইকবাল জানিয়েছিলেন, আর যাই হোক প্রস্তুতির ঘাটতি আছে এমন কথা তিনি বলতে চান না। কিন্তু বাংলাদেশে পৌছে ক্রিকেটারদের পক্ষ থেকে কথা বলে নাসুম আহমেদ জানালেন সেই প্রস্তুতির ঘাটতির কথা।
নাসুম বলেন, “দেড়-দুই মাস থাকলে আমাদেরও ফিল্ডিংয়ে উন্নতি হতো। কারণ এক নম্বর ওখানের আকাশ অনেক পরিষ্কার। আর দুই নম্বর ওখানের ওয়েদার আমাদের ওয়েদারের মতো না। পুরোপুরি আলাদা। আমাদের একটু সময় লাগতো। হয়তোবা আমরা যদি ১৫ দিন বা আরেকটু ক্যাম্প করতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো।”
শুধু ওয়েদার নয় উইকেটের ভিন্নতাকেও দুষছেন নাসুম, “আমার মনে হয় আমরা উইকেটের দিক দিয়ে একটু পিছিয়ে আছি। কারণ আমাদের দেশের উইকেট আর ওখানের উইকেট পুরোপুরি আলাদা। এদিক দিয়ে একটু পিছিয়ে আছি। ওখানে পেসবান্ধব উইকেট ছিল। তারপরও চেষ্টা করছি স্পিনাররা ভালো কিছু করার। আমরা ভালোও করছি।”