নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বারের মত এএফসি কাপে খেলতে নেমেই টিসি স্পোর্টকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল বসুন্ধরা কিংস। আর্জেন্টাইন তারকা হার্নান বার্কোস একাই করেছিলেন চার গোল।
সময় গড়িয়েছে, হার্নান বার্কোসও বসুন্ধরা কিংস ছেড়েছেন। এএফসি কাপে প্রতিপক্ষ পরিবর্তন হয়েছে, বসুন্ধরাও দলে ভিড়িয়েছে তিন লাতিন ফুটবলার। করোনা মহামারীর কারণে খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। গ্রুপ ডি এর সব গুলা ম্যাচ অনুষ্ঠিত হবে মালদ্বীপের মালেতে। বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হিসেবে লড়াই করবে ভারতের এটিকে মোহন বাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ও প্লে-অফ থেকে আসা একটি দল।
প্লে-অফে খেলবে বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী লিমিটেড ঢাকা। প্লে-অফে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ইগলস ও ভুটানের থিম্পু সিটির মধ্যকার জয়ী দল। প্লে-অফের অন্য ম্যাচে লড়বে নেপাল আর্মি ক্লাব ও শ্রীলঙ্কান পুলিশ। এই দুই দলের মধ্যকার জয়ী দলের সাথে খেলবে ভারতে বেঙ্গালুরু এফসি।
প্রথম রাউন্ড জয় লাভ করলে দ্বিতীয় রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ হতে পারে ভারতের বেঙ্গালুরু এফসি অথবা নেপালের আর্মি ক্লাব অথবা শ্রীলঙ্কান পুলিশ এসসি। ২য় রাউন্ডের ম্যাচ জয় লাভ করলেই গ্রুপ ‘ডি’ এর বাকি একটি দল হিসেবে আবাহনীকে দেখা যেতে পারে।
১৪ই মে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। এরপর ১৭ই মে প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে লড়বে কিংস এবং শেষ ম্যাচ ২০শে মে এটিকে মোহন বাগানের মুখোমুখি হবে অস্কার ব্রুজেন শিষ্যরা।
চলুন দেখে নেওয়া যাক গ্রুপ ‘ডি’ এর সূচিঃ
তারিখঃ ১৪ মে, ২০২১
সময়ঃ বিকাল ৫ টা (বাংলাদেশ সময়)
এটিকে মোহন বাগান বনাম প্লে-অফ জয়ী
রাত ১০ঃ০৫ নিনিট
বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস
তারিখঃ ১৭ই মে
সময়ঃ বিকাল ৫ টা (বাংলাদেশ সময়),
প্লে-অফ জয়ী বনাম বসুন্ধরা কিংস।
রাতঃ ১০ টা ৫ মিনিট,
মাজিয়া স্পোর্টস বনাম এটিকে মোহন বাগান
তারিখঃ ২০ মে
সময়ঃ বিকেলঃ ৫ টা,
এটিকে মোহন বাগান বনাম বসুন্ধরা কিংস।
সময়ঃ রাতঃ ১০ টা ৫ মিনিট,
মাজিয়া স্পোর্টস বনাম প্লে-অফ জয়ী।
সব গুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মালদ্বীপের মালেতে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে। যেটির অন্য নাম হলো রাসমি ধান্দু স্টেডিয়াম।