মাওলানা ভাসানী স্টেডিয়ামে আজ (শনিবার) ‘এ’ গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনী ৯-০ গোলে ময়মনসিংহ জেলাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। তানজিম, মিলন হোসেন, আব্দুল মালেক দুটি করে গোল করেন। একটি করে গোল করেন নাইমুর রহমান, নুর আলম ও মামুন মিয়া।
‘বি’ গ্রুপে নৌবাহিনী জিমির হ্যাটট্রিকে ৮-০ গোলে রাজশাহী জেলাকে হারিয়েছে। জিমির ৩ গোল ছাড়া তাপস, কামরুজ্জামান, মাহাবুব, ফজলে হোসেন রাব্বি ও আশরাফুল ইসলাম একটি করে গোল করেন।
‘সি’ গ্রুপে বিমান বাহিনী ১০-০ গোলে ঢাকা জেলাকে হারায়। আশরাফুল আলম, আরশাদ হোসেন, রকিবুলের ষ্টিক থেকে আসে দুটি করে গোল। একটি করে গোল করেন সোহানুর রহমান, আজিজুল, প্রসেনজিত ও মেহেদী হাসান।
‘ডি’ গ্রুপ থেকে বিকেএসপিকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ।
সেমিফাইনাল খেলার সূচীঃ
৭ এপ্রিল, ২০২১
সময়ঃ দুপুর ২টা
সেনাবাহিনী বনাম পুলিশ
সময়ঃ বিকাল, ৪ টা
নৌবাহিনী বনাম বিমান বাহিনী