করোনা মহামারি বদলে দিয়েছে অনেক কিছু, বদলে দিয়েছে পুরা পৃথিবীর চিত্রই। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বা শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুতেই গুরুতর ভাবে প্রভাব রেখেছে এই করোনা। সে ক্ষেত্রে বাদ পড়েনি ক্রীড়াঙ্গনও, ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অ্যাথলেটিক্স সব ধরনেরই খেলাধুলাই স্থগিত রাখতে বাধ্য হতে হয় কর্তৃপক্ষদের।
এবার করোনার কারণেই চলতি বছরের জুলাইয়ে হতে যাওয়া টোকিও অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। দেশটির ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন যে, করোনা মহামারির কারণেই তারা এবার টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছে না। তিনি আরও জানান,
“আমরা খেলোয়াড়দের স্বাস্থ্য সু-রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। খেলায় অংশগ্রহণের চেয়ে খেলোয়াড়দের স্বাস্থ্য রক্ষা করা গুরুত্বপূর্ণ বিষয়।”
২০২০ সালের জুলাইয়ে টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা এক বছর পিছিয়ে এ বছর আয়োজিত হতে যাচ্ছে। করোনার কারণে এবছর টোকিও অলিম্পিকে কোনও দর্শক উপস্থিতি থাকবে না, এমনকি স্বাগতিক দেশ জাপানের কোনও দর্শকও মাঠে বসে উপভোগ করতে পারবে না।