ওপেনার ফখর জামান এবং অধিনায়ক বাবর আজমের অতি মানবীয় ব্যাটিং পারফরম্যান্সের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার পর মাত্র দ্বিতীয় দল পাকিস্তান যারা কিনা দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকে পরপর দুইটি ওয়ানডে সিরিজে হারের স্বাদ দিল।
বিশেষ করে এই সিরিজের চোখে পড়েছে ফখর জামান এর দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে। তিন ম্যাচে করেছেন তিন শতাধিক রান। যার ফলস্বরূপ জিতেছেন প্লেয়ার অফ দ্য সিরিজ এর পুরস্কার। শুধু তাই নয় এই সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স ফখর জামানকে সুযোগ পাইয়ে দিয়েছে এই সিরিজের টি-টোয়েন্টি দলেও।
এক বিবৃতিতে পিসিবি ফখর জামানের টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন শাদাব খান। তার পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন জাহিদ মাহমুদ।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ইতোমধ্যে ক্রিকেটের এই শর্টার ভার্সনে অভিষেক হয়েছে এই লেগ-স্পিনারের। ১টি ম্যাচ খেলে জাহিদ মাহমুদের শিকার ৩ উইকেট। এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি ও জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।