মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ (মঙ্গলবার) শেষ হল বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলোর ইভেন্ট। যেখানে বানানো নৌবাহিনীর ছিল এক চেটিয়া দাপট।
সাঁতারের চার দিনে সবচেয়ে বেশি ৩৩ টি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া ২৪ রৌপ্য এবং ১৪ ব্রোঞ্জ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে তারা। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৯ স্বর্ণ, ১৭ রৌপ্য এবং ১৭ ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় স্থানে এবং বিকেএসপি ১টি রৌপ্য ও ৪ ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় হয়েছে।
শেষ দিনে ওয়াটার পোলোর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ নৌবাহিনী। গেমস সাঁতারে ব্যক্তিগতভাবে পুরুষ বিভাগে সর্বাধিক ৪ স্বর্ণ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ও নারীদের মধ্যে সর্বোচ্চ ৬ স্বর্ণ পেয়েছেন বাংলাদেশ নৌবাহনীর সোনিয়া আক্তার।