বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ গেমস। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের আসরের নাম দেওয়া হয় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। যেখানে ৩১ টি ইভেন্টে আটটি বিভাগে সর্বমোট সাড়ে পাঁচ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে।
আজ (বৃহস্পতিবার) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল উদ্বোধনী অনুষ্ঠান। ভার্চুয়ালি উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরাসরি মাঠ না এসে উদ্বোধন করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,
“আমি খেলাধুলা নিজে পছন্দ করি এবং সবসময় খেলার মাঠে উপস্থিত থাকার চেষ্টা করি। এবার পারলাম না। এটা আমার জন্য খুব দুঃখজনক। আমি সবার নিরাপত্তার কথা চিন্তা করেই আসিনি। ৩১ ডিসিপ্লিনে যে খেলাগুলো অনুষ্ঠিত হবে, আপনারা সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। আমি চাই না কোনও কারণে কেউ যাতে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাই সব ক্রীড়াবিদ এবং আয়োজক অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়টি।”
করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে নেওয়া হয়েছে এবারের বাংলাদেশ গেমস। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
“আমাদের এই আয়োজনটা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালে। হঠাৎ করে করোনাভাইরাস দেখা দিলে আমরা বাধ্য হয়ে গেমস স্থগিত করি। এ বছর আমরা আয়োজন করছি। এখন আবার নতুনভাবে করোনা দেখা দিয়েছে। তাই সবাই স্বাস্থ্য সুরক্ষার দিকটা বিশেষ খেয়াল রেখে খেলাগুলো আয়োজন করবেন।”
আজ থেকে শুরু হয়ে এবারের আসর চলবে আগামী ১০ই এপ্রিল পর্যন্ত।