একদিন আগেই ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে পেয়েছেন সেরা মানবের খেতাব। সেই রেশ কাটতে না কাটতেই এবার স্বর্ণ জয় করলেন লং জাম্পেও।
রবিবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ৭.৫১ মিটার লাফিয়ে এই স্বর্ণ জয় করলেন ইসমাইল। আগের বাংলাদেশ গেমসে যেখানে তিনি লাফিয়েছিলেন ৭.৩৮ মিটার। এ নিয়ে নবমবারের মতো জাম্পে সেরা হলেন তিনি।
স্বর্ণপদক পুনরুদ্ধারের পর ইসমাইল বললেন,
“আমার আগের গেমসে লংজাম্পে প্রথম হতে না পারার কষ্টটাই এত দিন তাড়িয়ে বেড়াচ্ছিলো। এবার তা পূরণ হলো। এখন আমার লক্ষ্য এসএ গেমসেও এই ইভেন্টে পদক জয়।”