ক্লাব ফুটবলে বিরতির আগে স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নেমে কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজকে ছাড়িয়ে বার্সেলোনার জার্সি গায়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন লিওনেল মেসি। গতরাতে রিয়াল ভ্যালেদোলিদের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন অধিনায়কের সেই বিরল রেকর্ডটির সম্মান জানায় বার্সেলোনা।
ঘরের মাঠে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার আগে বার্সেলোনা ক্লাবের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলা মেসিকে ‘৭৬৭’ নাম্বার খচিত একটি বিশেষ জার্সি উপহার দেয়। এসময় ছয়বারের বর্ষসেরা ফুটবলারের পাশে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ছাড়াও তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো উপস্থিত ছিলেন। পরে জেরার্ড পিকে, সার্জিও বুসকেতস ও সার্জিও রবার্তোরাসহ বার্সেলোনার ফুটবলাররা মেসি ও তার পরিবারের সদস্যদের সাথে ফটোসেশানে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বার্সেলোনার জার্সিতে এতদিনে ৭৬৭ ম্যাচ খেলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটি ছিল স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৭৬৮তম ম্যাচ খেলে রেকর্ডটি নিজের করে নেন ক্লাবটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি।