ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল স্পিনার সুনিল নারাইন, কলকাতা নাইট রাইডার্স ও নারাইন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। সর্বশেষ আসরে পারফর্মেন্স ভালো করতে না পারলেও তাকে ধরে রাখে কলকাতা, তবে এবার একাদশে নিয়মিত সুযোগপাবেন কি-না সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তার।
দীর্ঘদিন ধরেই ছন্দে নেই সুনিল নারাইন, কলকাতা নাইট রাইডার্সও সর্বশেষ দুই আসরে সুবিধা করতে পারেনি। যে কারণে গত ১৮ ফেব্রুয়ারির নিলামে পুরোনো যোদ্ধা সাকিব আল হাসানকে দলে ফিরিয়েছে দলটি। আর এতেই ফর্মহীনতায় থাকা সুনিল নারাইনের জায়গায় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আইপিএলে প্রতিটা দল ৪ জন করে বিদেশি ক্রিকেটার একাদশে খেলাতে পারে, কলকাতা নাইট রাইডার্সের ৩ জন বিদেশি নিশ্চিত বলা যায়। ইঞ্জুরি কিংবা অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে অধিনায়ক ইয়ন মরগান, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স নিয়মিতই একাদশে খেলবেন।
বাঁকি ১ টা জায়গার জন্য মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সুনিল নারাইন ও সাকিব আল হাসানের মধ্যে, বিবেচনায় থাকবেন নিউজিল্যান্ডের গতি তারকা লোকি ফার্গুসনও। তবে এত সমীকরণে না গিয়ে দলের স্বার্থে সাকিবকে খেলানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।
কলকাতার একাদশে নারাইনের জায়গায় দেখছেন না আকাশ চোপড়া। এক ভিডিও বিশ্লেষণে তিনি বলেন, “শুভমান গিল, দিনেশ কার্তিক, নিতিশ রানা ভালো করবে, মরগানও হয়তো ভালো খেলবে, কিন্তু আমি কলকাতাকে বলবো সাকিবকে খেলাতে, সাথে প্যাট কামিন্স-আন্দ্রে রাসেলও থাকবে, এর মানে হচ্ছে এই দলে নারাইনের কোন জায়গা নেই।”
নারাইনকে না খেলিয়ে সাকিবকে কেন খেলাবেন তার ব্যাখ্যাও দিয়েছেন আকাশ চোপড়া, “আজকাল সে আপনকে চার ওভার দিচ্ছে না, ব্যাটিংয়েও ফর্ম নেই। কখনও ওপরে খেলছে আবার কখনও নিচে খেলছে। আর আপনার কাছে যদি সাকিব থাকে তাহলে অবশ্যই সাকিবকে খেলাবেন।”
তিনি আরও বলেন, “সে চার ওভার বোলিং করবে, আবার ব্যাটিংও করবে এবং আপনার মিডল অর্ডারকে ধরেও রাখবে। যে সব উইকেটে টার্ন আছে সেখানে অনেক কাজে আসবে।”
সাকিব আল হাসানকে যথাযথ কাজে লাগাতে পারলে কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে ভালো করবে বলেই বিশ্বাস করেন আকাশ চোপড়া। তার মতে, গত দুই মৌসুমে কলকাতা যা পারেনি এবার সেটাই করবে তারা; প্লে-অফে জায়গা করে নিবে দলটি।