নারী হকির স্বর্ণ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ঝিনাইদহ ও নড়াইল জেলা
নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২১, দুপুর ৩:২৬ সময়
মাওলানা ভাসানী স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ঝিনাইদহ জেলা ৭-০ গোলে দিনাজপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। জেসমিন আক্তার জেসি একাই করেন ৪ গোল। দুটি গোল করেন রিভা খাতুন, বাকিটি অনন্যা বিশ্বাসের।
আরেক সেমিফাইনালে নড়াইল জেলা দল ১-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারিয়েছে। পেনাল্টি কর্নার থেকে মুক্তা খাতুনের একমাত্র গোলে ফাইনালে পান্দেয় নড়াইল জেলা।
ফাইনালের আগে শিরোপার বিষয়ে আশাবাদি উভয় দলই। ঝিনাইদহের অধিনায়ক রাণী খাতুন এ প্রসঙ্গে বলেন,
‘আগের ম্যাচের ভুলগুলি যাতে ফাইনালে না হয়, এ বিষয়ে আমরা সবাই সজাগ। ফাইনালে হারা মানে কিছু নেই, জয় মানে বহু কিছু। আমরা বহু কিছুতেই থাকতে চাই।'
ঝিনাইদহের কোচ জামাল হোসেন বলেছেন,
"২০১৬ সালে আমরা আন্ত:জেলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ২০১৮ সালে যুব গেমসে চ্যাম্পিয়ন। এবার নজর বাংলাদেশ গেমসে। সোনার পদক নিয়েই ঝিনাইদহে ফিরতে চাই।"
নড়াইল অধিনায়ক কিমি কর্মকার বলেছেন,
'এ পর্যন্ত যখন এসেছি, তখন সোনার পদক না নিয়ে ফিরতে চাইনা। কদিন আগে ডেভেল্পমেন্ট কাপে রানার্সআপ হয়েছি বিকেএসপির কাছে হেরে। এবার আর ফাইনাল হারতে চাইনা।'
নড়াইলের কোচ ওস্তাদ ফজলু বলেছেন, ‘সেমিফাইনালে ডিফেন্ডার লিমা খাতুন চোট পেয়েছে। তার কপালে দুটি সেলাই দিতে হয়েছে। সে খেলতে না পারলে এটা হবে আমাদের জন্য বড় ধাক্কা। আশাকরছি, ঝিনাইদহের বিপক্ষে জয় দিয়ে নতুন সূচনা পাবে নড়াইল।'
নারী বিভাগের মতো আগামীকাল ছেলেদের ফাইনাল অনুষ্ঠিত হবে। এ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী।
৯ এপ্রিল হকির যে ম্যাচ গুলো আয়োজিত হবেঃ
নারী বিভাগ ব্রোঞ্জ পদক ম্যাচ
সকালঃ ১০.৩০ মিনিট
দিনাজপুর বনাম কিশোরগঞ্জ
নারী বিভাগ ফাইনাল
দুপুরঃ ৩ঃ৩০ মিনিট
ঝিনাদহ বনাম নড়াইল
পুরুষ বিভাগ ফাইনাল
বিকালঃ ৫ঃ৩০ মিনিট
নৌবাহিনী বনাম সেনাবাহিনী
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.